“শিক্ষাই জাতির মেরুদণ্ড” - এ ধ্রুব সত্যকে অন্তরে ধারণ করে যে জাতি যত শিক্ষার আলোতে আলোকিত হয়েছে, পৃথিবীতে আজ তারা তত উন্নত, সমৃদ্ধ ও সম্মানিত জাতি হিসেবে স্বীকৃত। চিওড়া সরকারি কলেজ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার প্রত্যন্ত অঞ্চলের একটি ঐতিহ্যবাহী কলেজ। শিক্ষাকে এই প্রত্যন্ত অঞ্চলের গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার মানসে ১৫ সেপ্টেম্বর ১৯৬৯ খ্রিস্টাব্দে দানবীর মরহুম আলহাজ কাজী জহিরুল কাইয়ুম সাহেবের অবদানে কলেজটি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন প্রধানমন্ত্রী জনাব কাজী জাফর আহমেদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় ১৯ সেপ্টেম্বর ১৯৮৭ খ্রিস্টাব্দে জাতীয়করণ করা হলে দেশব্যাপী কলেজটি পরিচিতি লাভ করে। কালের পরিক্রমায় দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী এবং ছাত্রছাত্রীদের পদচারণায় কলেজপ্রাঙ্গণ আজ মুখরিত। মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করার পর উচ্চশিক্ষা গ্রহণের জন্য জ্ঞানপিপাসু নবীন শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষার পরিবেশ সৃষ্টির প্রত্যাশায় এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমার সম্মানিত সহকর্মীবৃন্দ এবং অত্র এলাকার নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতা নিয়ে নিরলস কাজ করে যাচ্ছি।বিশেষকরে কুমিল্লা-১১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মুজিবুল হক এমপি মহোদয়ের আন্তরিক প্রচেষ্টা ও সার্বিক দিকনির্দেশোনায় কলেজে একটি আধুনিক ভবন নির্মাণ ও পুরাতন ভবন সংস্কার করে অবকাঠামোগত উন্নয়ন দৃশ্যমান। ভাল ফলাফল লাভের পাশাপাশি সকল শাখায় শিক্ষার্থীদের দক্ষতার সাথে বিচরণ, ক্রীড়া ও সাংস্কৃতিক তৎপরতা, অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার জন্য কলেজটি আজ সকলের নিকট প্রশংসিত। যাঁদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে এটি সম্ভব হয়েছে, তাঁদের প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। পরিশেষে, মহান সৃষ্টিকর্তার কাছে অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী ও কর্মচারীগণের সুস্বাস্থ্য, উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করছি এবং প্রার্থনা করছি, যে মহান ব্রত নিয়ে চিওড়া সরকারি কলেজ যাত্রা শুরু করেছিল তা ভবিষ্যতেও শেষ দিন পর্যন্ত সমুজ্জ্বল থাকবে।
মো. বেলাল হোসেন
অধ্যক্ষ
চিওড়া সরকারি কলেজ, কুমিল্লা