Our Institute History

কলেজের ইতিহাস
2020/06/18 10:00 PM
 প্রাতিষ্ঠানিক সূত্রপাত
  স্থাপিত: ..........


 
 

Message

অধ্যক্ষের (শুভেচ্ছা বাণী)

“শিক্ষাই জাতির মেরুদণ্ড” - এ ধ্রুব সত্যকে অন্তরে ধারণ করে যে জাতি যত শিক্ষার আলোতে আলোকিত হয়েছে, পৃথিবীতে আজ তারা তত উন্নত, সমৃদ্ধ ও সম্মানিত জাতি হিসেবে স্বীকৃত। চিওড়া সরকারি কলেজ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার প্রত্যন্ত অঞ্চলের একটি ঐতিহ্যবাহী কলেজ। শিক্ষাকে এই প্রত্যন্ত অঞ্চলের গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার মানসে ১৫ সেপ্টেম্বর ১৯৬৯ খ্রিস্টাব্দে দানবীর মরহুম আলহাজ কাজী জহিরুল কাইয়ুম সাহেবের অবদানে কলেজটি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন প্রধানমন্ত্রী জনাব কাজী জাফর আহমেদের অক্লান্ত পরিশ্রম সহযোগিতায় ১৯ সেপ্টেম্বর ১৯৮৭ খ্রিস্টাব্দে জাতীয়করণ করা হলে দেশব্যাপী কলেজটি পরিচিতি লাভ করে। কালের পরিক্রমায় দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী এবং ছাত্রছাত্রীদের পদচারণায় কলেজপ্রাঙ্গণ আজ মুখরিত। মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করার পর উচ্চশিক্ষা গ্রহণের জন্য জ্ঞানপিপাসু নবীন শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষার পরিবেশ সৃষ্টির প্রত্যাশায় এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমার সম্মানিত সহকর্মীবৃন্দ এবং অত্র এলাকার নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতা নিয়ে নিরলস কাজ করে যাচ্ছি।বিশেষকরে কুমিল্লা-১১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মুজিবুল হক এমপি মহোদয়ের আন্তরিক প্রচেষ্টা ও সার্বিক দিকনির্দেশোনায় কলেজে একটি আধুনিক ভবন নির্মাণ ও পুরাতন ভবন সংস্কার করে অবকাঠামোগত উন্নয়ন দৃশ্যমান।  ভাল ফলাফল লাভের পাশাপাশি সকল শাখায় শিক্ষার্থীদের দক্ষতার সাথে বিচরণ, ক্রীড়া ও সাংস্কৃতিক তৎপরতা, অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার জন্য কলেজটি আজ সকলের নিকট প্রশংসিত। যাঁদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে এটি সম্ভব হয়েছে, তাঁদের প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। পরিশেষে, মহান সৃষ্টিকর্তার কাছে অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী ও কর্মচারীগণের সুস্বাস্থ্য, উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করছি এবং প্রার্থনা করছি, যে মহান ব্রত নিয়ে চিওড়া সরকারি কলেজ যাত্রা শুরু করেছিল তা ভবিষ্যতেও শেষ দিন পর্যন্ত সমুজ্জ্বল থাকবে।


মো. বেলাল হোসেন
অধ্যক্ষ
চিওড়া সরকারি কলেজ, কুমিল্লা 
 
তারিখ: 2020/02/10 09:07 PM

News & Event

সুবর্ণজয়ন্তী কর্নার হচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে

সুবর্ণজয়ন্তী কর্নার ওয়েবসাইটে যাওয়ার জন্য এখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে সুবর্ণজয়ন্তী কর্নার স্থাপনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

তারিখ: 2022/05/25 11:53 PM

কলেজগুলোতে অনলাইন ক্লাসের তাগিদ


জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অনলাইন ক্লাস চালুর তাগিদ দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ। 

তারিখ: 2020/05/30 02:39 AM

শিক্ষায় করোনার ধাক্কা সামলানোর উপায়


করোনার প্রকোপে এক রকম স্থবির হয়ে আছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। এই ধাক্কা সামলে উঠতে কী করণীয়? লিখেছেন তিনজন শিক্ষক।

তারিখ: 2020/05/29 02:16 AM

Book Distribution

Rules & Regulation

নিয়মাবলী।

চিওড়া সরকারি কলেজ
* কলেজের সময়সূচী :
        ** সময়সূচীঃ
                    সকাল ৯.৩০ মিনিটি  হইতে দুপুর ০২:১০ টা পর্যন্ত।  
     
 
 * পোশাক 
    

             ছেলে : নীল জামা এবং কালো প্যান্ট
             মেয়ে : নীল ফ্রগ ও সাদা সালোয়ার এবং সাদা বেল্ট । জুতা সাদা সুজ
তারিখ: 2022/06/27 08:02 PM

ফটো গ্যালারি

গ্যালারি: Home Gallery

Previous12Next



Previous12Next

Upcoming Event

অনুসরণীয়

 

  • সকলকে মাস্ক পরে আসতে হবে এবং প্রবেশ পথে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে।
  • কলেজের নির্ধারিত পোশাক পরে আসতে হবে।
  • প্রত্যেকে নিজস্ব ব্যবস্থায় নিরাপদ পানির বোতল সাথে রাখতে হবে।
  • কলেজে অবস্থানকালীন স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
  • যথাসম্ভব নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে হবে।
  • শ্রেণি শিক্ষকগণ শিক্ষার্থীদের শ্রেণি ব্যবস্থাপনা মনিটরিং করবেন,  স্বাস্থ্যগত দিক ও সমস্যা প্রতিদিন প্রত্যক্ষ করবেন এবং তথ্য অবহিত করবেন।
  • নির্দিষ্ট সময়ের ব্যবধানে হাত স্যানিটাইজ করে নিতে হব
  •  অপ্রয়োজনে বহিরাগতদের কলেজে প্রবেশ নিষেধ।

Academic Class Level

Class Level

---------------------------

  • Higher Secondary ( .....) 
  •  

Institute Facilities

Facilities

-------------------------

  • Computer Lab  ►
  • Multimedia classroom  ►
  • Science Labs  ►
  • Cafeteria  ►
  •  

Special Attention for Every Students

প্রতিটি শিক্ষার্থীদের জন্য বিশেষ মনোযোগ

A dynamic learning community recognized as one of the leading schools in Bangladesh, offering an international curriculum in English A dynamic learning community recognized as one of the leading schools in Bangladesh

Study Tour